দৌলতপুরে শ্রীকৃষ্ণের জন্ম দিন উপলক্ষে জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত

0
81

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা সার্বজনীন মাতৃ মন্দির কমিটির উদ্দোগে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম দিন উদ্যাপন উপলক্ষে জন্মষ্টামী শোভাযাত্রার একটি বর্ণঢ্য র‌্যালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে।১৪ আগষ্ট সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্ম দিন ”জন্মাষ্টমী” উদ্যাপন উপলক্ষে বর্ণঢ্য র‌্যালী এলাকার আল্লারদর্গা সার্বজনীন মাতৃ মন্দির থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে মন্দিরে ফিরে আসে এবং একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় মন্দির কমিটির সভাপতি শ্রী অর্জ্জুন কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রী বলাই চন্দ্র ঘোষ,শ্রী দুলাল কুমার সরকার,সুবোধ কুমার সরকার,শ্রী প্রবাস কুমার সরকার,শ্রী নিশিত কুমার সরকার, শ্রী অমিত কুমার সরকার,শ্রী তপন কুমার দাশ, শ্রী চিত্ত রঞ্জন সরকার, শ্রী রবী কুমার পাল, সঞ্চয় কুমার সরকার প্রমূখ। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যোত, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের এই দিনে আর্বিভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবে যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

LEAVE A REPLY