সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে নাগরিক কমিটির আয়োজনে আজ শনিবার বিকালে বড়মানিক হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ফারুক চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাডভোকেট সামছুল আলম দুদু। বক্তব্য রাখেন আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বেনু,পাঁচবিবি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান,মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক প্রকৌশলী এবিএম মোজাম্মেল হক দুলাল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মুকুল,বড়মানিক হাইস্কুলের প্রধান শিক্ষক আইনুল ইসলাম,সাংবাদিক আব্দুল হাই,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ঝর্ণা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জিহাদ মন্ডল। শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়। শোক সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,সুধিজনসহ ৫’শতাধীক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।