রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল্লারদর্গা বাজারের মিলন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।এসময় সংবদ্ধ চোর চক্র
নগদ টাকা সহ প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রবিবার দুপুর ১২ টার সময় এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আল্লারদর্গা বাজারে সকল ব্যাবসায়ি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করে।মিলন জুয়েলার্সের মালিক ইমদাদুল হক জানান, শনিবার গভীর রাতে এলাকার এক দল সংঘবদ্ধ চোর চক্র মিলন জুয়েলার্সের দোকানের প্রাচীর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিন্দুক ভেঙ্গে নগদ অর্থ সহ ৫০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আল্লারদর্গা বাজারে সকল ব্যাবসায়ি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রায় ২ ঘন্টা কুষ্টিয়া –প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে। এ খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃঅাজগর হোসেন,
কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরী,
ও বাজার কমিটির সদস্যবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় ১০ জন নাইট গার্ড কে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ।এবং ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়িরা তাদের বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেয়। এ ব্যাপারে দৌলতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম জানান জিজ্ঞেসাবাদের জন্য ১০ জন নাইট গার্ডকে আটক করা হয়েছে,এবং তাদের কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেই অালোকে অামরা অভিযান চালাচ্ছি খুব কম সময়ের মধ্যে এঘটনার সাথে জড়িতদের অাটক করা সম্ভব হবে বলে জানান তিনি।
















