এস এম জামাল : প্রতিবন্ধী ও অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় এবছর মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “মানবাধিকার পদক পেলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি আবু সালেহ মজনুল কবির (পান্না)।
গতকাল ঢাকা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ পদক দেয়া হয়।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড• মো: আব্দুর রহিম খান, পিপিএম।
সভায় উন্মুক্ত আলোচনা হয়। সারা দেশ থেকে বিভিন্ন গুণীজন ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
প্রসঙ্গত, ২০১২ সালে দৌলতপুর উপজেলার চন্দনাপাড়া নিজ বাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে ‘পঙ্গু ও বিকলাঙ্গ শিক্ষালয়’ নামে একটি প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় গড়ে তোলেন উপজেলার রিফায়েতপুর ইউনিয়রের হরিণহাছি গ্রামের মৃত-আব্দুল করিমের ছেলে আবু সালেহ মজনুল কবির পান্না।
২০১২ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করার পর ৩০জন শিক্ষার্থী নিয়ে নিজ বাড়ী এবং পরবর্তীতে ৬০ জন শিক্ষার্থী নিয়ে উপজেলার মাষ্টারপাড়ায় একটি ভাড়া বাসায় চালু করি বিদ্যালয়টি। ২০১৬ সালের শুরুর দিকে দৌলতপুর উপজেলার সোনাইকান্দিতে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত ঊষদা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার সার্বিক সহযোগিতায় সাড়ে ১২ শতাংশ জমির উপর গড়ে তোলা হয় ‘দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়’।
















