দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর থানার সামনে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের সর্বচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বিকেল ৫ টায় সময় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সদস্য, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মায়াবী রোমান্স মল্লিক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন) এর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন), জেলাপরিষদ সদস্য মায়াবী রোমান্স মল্লিক। উপস্থিত ছিলেন মেমজান মেম্বার, ছাপাতন মেম্বার,বিথী মেম্বার, নাজেরা মেম্বার, বিটেক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহাদি হাসান তুষার, ছাত্রলীগের নেতা নাঈম,রাজন, আশিক প্রমুখ। বক্তরা বলেন গ্রেনেড হামলা চালিয়ে জাতির পিতার মতো তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল যারা, তাই আমাদের দাবী বিচারে সকল আসামীর সর্বচ্চ সাজা ফাঁসি দেয়া হোক।
















