ফাতেমা ইসরাত রেখার কবিতা “পুনরাবৃত্তি”

0
98

কবিতাঃ পুনরাবৃত্তি
রচনাঃ ফাতেমা ইসরাত রেখা

যেটুকু ছিল বলার ভাষা বুকের গহীনে চুপিসারে
অভিমানে ঝরে পড়ে আজ কারণে অকারণে ।
পৃথিবীর শত আয়োজনে ঘটে যায় কত ঘটনা!
রটে যায় সত্য মিথ্যার মিলনে কত প্রহসন আর কত রটনা !

এখন শুধুই পুনরাবৃত্তি জীবনের
অতীত,বর্তমান কিংবা ভবিষ্যতের
সকালটা মনে হয় ঝাঁঝালো দুপুর , সন্ধ্যায় রাতের অবশেষ
রাতের আঁধার দেখে চমকে উঠি, কাটেনা দুর্ভাবনার রেষ।

পুরোনো ঝরা বকুল রোজ এক কাতে শুয়ে
ফুঁপিয়ে কাঁদে
সময়ের একঘেয়েমী যন্ত্রণায় হাঁপিয়ে ওঠে দেয়ালের টিকটিকি।
দেখি তারে রোজ নীল দিগন্তের সীমানায়
বিচলিত মনে হেঁটে যেতে ছায়া অবয়বে
ঝাউয়ের ডগায় বসে অক্লান্ত সুরে ডেকে যায়
সাদা বক।

আমার মানসী ছায়া হারায় পথের ভীড়ে।
যদিও ফিরে না পিছন পানে একবার দৃষ্টি ঘুরিয়ে
চলে যায় নতুন স্বপ্নের তপ্ত দুপুরে ভিজে
নতুন আলোয় সবুজের খোঁজে দূর থেকে বহুদূরে।

LEAVE A REPLY