​দৌলতপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

0
247

রনি আহমেদ: ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, দেশের উন্নয়নে এগিয়ে আসুন”- এই প্রতিপাদে রবিবার দৌলতপুরে ভূমি সেবা সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে রবিবার সকাল ১০ টার সময় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন সার্ভেয়ার আব্দুল ওয়াহেদ, কাউসার , ও স্থানী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা সাংবাদিকদের জানান আজ ১ এপ্রিল থেকে ভুমি সপ্তাহ শুরু হলো আগামী ৭ ই এপ্রিল পর্যন্ত চলবে।

LEAVE A REPLY