মঈন খান এর কবিতা ” বিলাসীনি “

0
104

কবিতা: বিলাসীনি
রচনা: মঈন খান

একাকী এক বিলাসী প্রনয়নী
ভেজা বালুর বুকে এ্যাঁকে যায়
পায়ের ক্ষত চিহ্ন।
ব্যাকুল সাগরের আকুতি ভরা
ঢেউয়ের হাতছানিতে,
এগিয়ে যায় সে
সব করে হেয়ালী।

ওগো মেয়ে, আর এগিও না।
নোনা জল ছুঁয়ে দিলে
সব হারিয়ে ভেসে যাবে তুমি।

 

LEAVE A REPLY