মৃণালিনীর কবিতা “ফেসবুক”

0
17

কবিতাঃ “ফেসবুক”
রচনাঃ মৃণালিনী

আপনাদের ভালোবাসায় পেয়েছি অন্তরে মুক্তির আস্বাদ

তবুও
দেওয়ালে জড়িয়ে থাকা নিস্তব্ধ ইতিহাস…
দীর্ঘশ্বাস পাখা মেলে দিলেই
দৃঢ় বিশ্বাসে উঠে দাঁড়াই আরও একবার
চেতনায় ভেসে আসে; আমার সঙ্গেই তো আছে পুরো বিশ্ব
একের সঙ্গে এক মিলিয়ে হাজার কোটি হাত।।

LEAVE A REPLY