কবিতাটি শীতে লেখা শুরু করব

0
54

কবিতাঃ কবিতাটি শীতে লেখা শুরু করব
রচনাঃ শাহানা পারভিন রেখা

রক্তাক্ত মানুষের দল
পেছনে পেছনে উড়ে চলে
সুসজ্জিত কিছু মাছি,
তারা আরাম করে
খায় সমস্ত আদর্শকে;
একটি ডেভিডের গল্পের মতো
অস্ত্র,বারুদ ,না মানুষের রক্ত,
থরে থরে মৃতদেহ
ঢাকা পড়ে অশ্রুর কাফনে।

ঘড়িতে রাত ২টা
পড়ছি পবিত্র কোরআনের ত্রিশতম পাড়া,
ত্রিশতম পাড়া জানাযাতে
বেশি কাজে লাগে।

ততক্ষণে জানালা দিয়ে ঢুকে
চাঁদের আলো…..
ঘড়িতে রাত ৩টা
সমাজপতি আসুন আমরা
দাবা খেলায় গভীর
মনোনিবেশ করি,
আমরা ভুলে যাই
স্বাধীনতা,ভূমি ব্যবস্থাপনা,
খাদ্য,পানীয় জল,
শিশুদের গড়িয়ে যাওয়া রক্ত।

গুলির শব্দে যে শিশুর
প্রথম ক্রন্দন শুরু হয়,
সে তো হাসি ভুলে যাবেই!
শীতে যদিও বৃষ্টি হয় না,
তবুও গাছের পাতাগুলো স্নান
সারে কুয়াশার জলে
চকচকে উজ্জ্বল সবুজ দেখায়,
গাঢ় লাল রক্তকেও গভীর জ্যোৎস্নাতে
বড্ড কালো দেখায়
ক্ষুধার্ত হাত,যুদ্ধ, মহামন্দা ভুলে
আসুন দাবা
খেলায় মনোনিবেশ করি।

সমাজপতিরা শেষরাতে
চলে যেতে চান।
কতদূর যাবেন?
আরাম করে আদর্শকে
খেতে থাকা মাছিগুলো
এবার মারা পরবে।

এক শীতের শেষ রাতে
এই কবিতা লেখা শেষ হবে।
বিপন্ন জ্যোৎস্নার পিঠে
প্রতিকৃতিহীন সমাজপতিরা
চলে যাবে নিরুদ্দেশ,
নির্যাতিত মানুষের
গড়িয়ে যাওয়া রক্তের
অনাঙ্কিত রাস্তা ধরে,
মুক্তির সূর্য আসবে
শীতের তীব্রতার শেষে
এই কবিতাটি শেষ হবে,
যে কবিতার ভেতর
ঢুকে থাকবে
অনিন্দ সুন্দর একটি পৃথিবী।

LEAVE A REPLY