চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় টাকা ছিটাতে ছিটাতে হ্যান্ডকাপসহ পালানো মাদক ব্যবসায়ী রেজাউল কালা ৩ ঘন্টা পর আটক।।

0
271

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

জেলা গোয়েন্দা পুলিশের সোর্সসহ এক কনস্টেবলকে লাঞ্চিত করে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ৩ ঘন্টা পর পুনরায় মাদকব্যবসায়ি আটক করার ঘটনা ঘটেছে আলমডাঙ্গায়। বুধবার দুপুরে আলমডাঙ্গা রেলস্টেশন বাজারে গোয়েন্দা পুলিশের এক কনস্টেবল মাদক দ্রব্য বিক্রিকালে রেজাউলকে হাতে-নাতে ধরে হ্যান্ডকাপ পরায়। সে সময় উপস্থিত বেশ কয়েকজন হেরোইনখোর পুলিশও সোর্সকে লাঞ্চিত করে। উপস্থিত লোকজন হ্যান্ডকাপ পরা অবস্থায় পালানোর পর মাদক ব্যবসায়িকে আটক করতে গেলে মাদকব্যবসায়ি পকেট থেকে টাকা বের করে ছড়িয়ে দিলে সকলে টাকা কুড়োতে ব্যস্ত হয়ে পড়ার অবসরে সে সটকে পড়ে।
এলাকা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার রেলস্টেশনের নিকটবর্তি রেলপথের ঢালে বসবাসকারি মৃত আব্দুল আজিজের ছেলে রেজাউল হক ওরফে রেজাউল কালা(৪৭) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। সে বেশ কিছুদিন ধরে রেলস্টেশনের আশপাশে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল আলী আশরাফ সাদা পোষাকে এক সোর্সসহ সেখানে উপস্থিত হন। তাদের উপস্থিতে রেজাউল হক ওরফে রেজাউল কালা ইয়াবা ও হেরোইনের পুরিয়া বিক্রি করছিল। এরই এক পর্যায়ে দুপুরের দিকে মাদকদ্রব্য বিক্রিকালে পুলিশ হাতে- নাতে রেজাউলকে আটক করে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেন। সে সময় উপস্থিত বেশ কয়েকজন হেরোইনখোর পুলিশ কনস্টেবল ও সোর্সের উপর ঝাপিয়ে পড়ে। তারা সোর্সের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেছে। পুলিশ কনস্টেবলকে ধাক্কাধাক্কি করে। সেই সুযোগে মাদকব্যবসায়ি রেজাউল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত কয়েকজন সে সময় তাকে তাড়িয়ে ধরতে গেলে রেজাউল অভিনব কৌশলের আশ্রয় নেয়। সে পকেট থেকে খুচরা কয়েক হাজার টাকা বের করে রাস্তায় ছড়াতে ছড়াতে দৌঁড়াতে থাকে। তাকে ধরতে চেষ্টাকারিরা তখন রীতিমত টাকা কুড়োতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে মাদক ব্যবসায়ি রেজাউল হাতে হ্যান্ডকাপ নিয়ে নিরাপদে পালিয়ে যায়। পরে দীর্ঘ ৩ ঘন্টার অভিযান শেষে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিকেল ৪টার দিকে শহরের ওয়াবদা কলোনি থেকে হ্যান্ডকাপসহ তাকে আটক করে। সে সময় তার নিকট থেকে ৮ টি ইয়াবা ট্যাবলেট ও ৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২৭ শে অক্টোবর বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
তবে রক্তাক্ত জখম পুলিশের সোর্সের কোন পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি গতকাল ২৬ শে অক্টোবর  বুধবার আলমডাঙ্গায় টক অফ দ্য টাউনে পরিনত হয়।

ছবি: ডিবির মাঝে রেজাউল কালা

LEAVE A REPLY