রনি অাহমেদ : স্বনামধন্য ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানাতে যোগদানের পরই পাল্টে যায় পুলিশের চিত্র। পুলিশ শাসক নয়, শোসক নয়; পুলিশ জনগণের সেবক। এই মন্ত্রে উজ্জীবিত এখন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের সকল সদস্য। তাই হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। ন্যায় বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা। এর সাথে জড়িয়ে রয়েছে দেশের অন্যতম একটি বাহিনীর ভাবমুর্তি। একমাত্র এ বাহিনীটিকেই জনসাধারণের সংস্পর্শে যেতে হয়, পেশাদারিত্বের স্বার্থে। তাই অনেক সময় বিভিন্ন কারনে বা অকারনে লোভ ও লালসার বশবর্তী হয়ে পড়েন কিছু সদস্য। এসব বিষয় বিবেচনায় রেখেই সাহসী কিছু উদ্যোগ নিয়েছেন ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ। সকল শক্তি অপশক্তিকে উপেক্ষা করে তাঁর দূরদর্শিতার ফলে প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য,অস্ত্র এবং আটক হচ্ছে মাদক ব্যবসায়ী-পাঁচারকারী এবং মাদকসেবী, আটক ও উদ্ধারে অতীতের রেকর্ড ছাড়িয়েছে।
গত ২০/০৮/১৬ তারিখে ওসি হিসেবে যোগদান করেন মোল্লা মোঃখবীর অাহমেদ । দৌলতপুরে তার যোগদানের পর পাল্টে যায় পুলিশের চিত্র, পরিবর্তন আসে সকল ক্ষেত্রে। তাঁর দক্ষ তদারকিতে পেশাদারিত্ব আসে মাঠপর্যায়ের সদস্যদের মাঝেও। পুলিশ সদস্যদের বিরুদ্ধে দীর্ঘ দিনের অভিযোগ-অপবাদ অবসান ঘটবে। এবং মোল্লা মোঃখবীর অাহমেদের বিচক্ষণতা অনেকাংশেই প্রসংশার দাবী রাখে।
















