সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)থেকেঃ জয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নবনির্মিত বিল্ডিংয়ের উপর তলায় এই প্রথম খোলা আকাশের নিচে ফাষ্ট ফুড রেস্টুরেন্টের (গ্রান্ড ফুড) শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট,মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতন নাহার দোলন,জেলা চেম্বার এন্ড কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল,উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল,পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহের নিগার শিউলি সহ আরো অনেকে। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোরাক্কাব রিয়াজুল হোসেন তাজ বলেন,গ্রান্ড ফুডে মনোরোম পরিবেশে সকলের জন্য দেশী-বিদেশী সকল প্রকারের খাবারের ব্যবস্থা থাকবে।
















