দৌলতপুর বাগোয়ান বাজার পাড়ায় ২০ বাড়ী ভষ্মিভুত ॥ পরিবারসহ খোলা আকাশের নীচে ॥ এমপি’র ঘটনা স্থল পরিদর্শন

0
318

দৌলতপুর প্রতিনিধি ॥  কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান বাজার পাড়া গ্রামের ২০ বাড়ী ভষ্মিভুত। সমবার রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় এলাকার মসলেমের বাড়ীর রান্না ঘর অথবা বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, প্রায় ২০ টি পরিবারের ঘর বাড়ী সহ সমস্ত আসবার প্ত্র আগুনে ভষ্মিভূত হয়েছে।
এলাকাবাসী জানান হঠাৎ রাত সাড়ে ১২ টার দিকে আগুন দেখতে পাই, আগুন ১ ঘন্টা ধরে জ্বলে, আগুন বেগতিক বাতাসে মুহুর্তে সারা এলাকার বাড়ী-ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশি জাহিদুল ,মসলেম,রাজ্জাক,ইসলাম,আসমত,জহুরুল মেকার , রেখা বেগম ,বারেকজান,মদি মন্ডল, মজিদ,রাকিবুল,সাকিবুল,ও মকলেচের বাড়ী সহ পাড়ার প্রায় ২০ বাড়ী, ২০/২৫ টি ছাগল, অসংখ মুরগী, ১ টা গরু বাড়ীর সকল আসবাব পত্র ভশিভূত হয়, খুশি (২০) নামে এক মহিলা অগ্নি দগ্ধ হয়, তাকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী প্রভাসক পিপুলস্ কলেজ মহিদুল ইসলাম,জেলা পরিষদ সদস্য আব্দুল্লা হেল বাকী ,যুবলীগ নেতা গোলাম কিবরিয়া জানান আগুন নেভার প্রায় ৩০ মিনিট পরে ফার্য়ার সার্ভিস এসে পৌঁছায়, কারন এখান থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ফার্য়ার স্টেশন ও রাস্তার অবস্থা খুব খারাপ, তারা আর জানান যে পরিবার গুলি ক্ষতিগ্রস্থ হয়েছে তারা গরিব ও অসহায়, তাই সরকারের কাছে সাহায্যের আবেদন প্রার্থনা করেছে। ভেরামারা ফার্য়ার সার্ভিস ইনচার্জ প্রবিন কুমার দেবনাথ জানান ঘটনা স্থলে পৌঁছানোর আগেই সাধারন মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, আমরা এসে পুরো আগুন নিয়ন্ত্রণে এনেছি এবং পরিবার গুলোর ব্যাপক ক্ষতি হয়েছে । সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী ঘটনা স্থল পরিদর্শন করেন, এ সময় সফর সংগী হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন,জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল্লা হেল বাঁকী, প্রাগপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম হালসানা, হাসু চেয়ারম্যান প্রমূখ। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী তাৎক্ষনিক প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা ও ৩ টা করে কম্বল সাহায্য করেন এবং প্রয়োজনীয় সাহায্যের প্রতিশ্রুতি দেন। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ দারা খানের নেতৃতে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন ।

LEAVE A REPLY