খুলনার দুই মাদক ব্যবসায়ী কুষ্টিয়াতে আটক

0
79

নিজস্ব প্রতিবেদক :  আজ রবিবার কুষ্টিয়ার চৌড়হাস জামে মসজিদ এর সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে হাওজিং পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম। এসআই রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একটি ছেলে ও একটি মেয়ে জামে মসজিদের সামনে অনেকক্ষণ যাবৎ অবস্থান করছে। এতে এলাকাবাসী সন্দেহ হয়। এলাকাবাসী কুষ্টিয়া হাওজিং পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে এসআই রবিউল ইসলাম কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনকে বিষয়টি জানায় এবং তার নির্দেশনা অনুযায়ী সঙ্গীয় ফোর্স নিয়ে চৌড়হাস জামে মসজিদের পাশে ওই ছেলে ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা তাদের কাছে থাকা ১৫০ পিস ইয়াবা বের করে দেয়। এসময় আটক করে তাদেরকে কুষ্টিয়া মডেল থানায় প্রেরন করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী খুলনা পাইকগাছা থানার নাছিরপুর গ্রামের স্বপন সাধুর ছেলে সত্যজিৎ (২৫) ও অপরজন চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরাজরামপুর গ্রামের মোবারক হোসেন রুনুর মেয়ে নীলা হোসেন নিশি (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক ব্যবসায়ী সত্যজিৎ ও মিলা হোসেন নিশি দৌলতপুর থেকে ইয়াবা ক্রয় করে খুলনা যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই রবিউল ইসলাম।

LEAVE A REPLY