মঈন খান এর কবিতা ” সিনোরিতার বৈরীতা “

0
27

কবিতা: সিনোরিতার বৈরীতা
       রচনা: মঈন খান

এখন শহুরে অসভ্য হট্টোগোল ছাড়া
কিছু নেই আমার চারপাশে।
পাওনাদার যারা ছিল হতাস মনে,
তারা দিয়ে গেছে ছুটি।

একজন ছিল শুধু বাকি ।
সিনোরিতা !
সেও গেছে ছেড়ে, আত্মগোপনে।
বাঁচাতে তার গেরস্থালী।
আর লেলিয়ে দিয়ে গেছে তার
রাক্ষুসে ভালবাসা।

আমার আর কী বা আছে বাকি !
বৈরী প্রেম,
এখন কতটুকু খাবি আমার, খা।
কতটুকু নষ্ট করে কষ্টে ভোগাবি
তাই করে যা।

LEAVE A REPLY