কবিতাঃ লেবু
রচনাঃ মোঃ জসিম উদ্দীন
ভিটামিন ‘সি’ অ্যান্টিসেপ্টিক
প্রচুর আছে লেবুতে,
ক্যালসিয়াম ও পটাসিয়ামে ভরা
সহায়ক ওজন কমাতে।
ফসফরাস ও ম্যাগনেসিয়ামের
নাই যে কোন কমতি,
বুক জ্বালা-পোড়া কমাতে সহায়ক
লেবুকে করো ভক্তি।
অন্টি-অক্সিডেন্ট অ্যান্টি-এজিং
লেবুতে থাকার ফলে,
ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ত্বক
পরিস্কার রেখে চলে।
ঠান্ডা-জ্বর গলা ব্যথায় লেবু
ঔষুধের কাজ করে,
হাড় ও দাঁত শক্তের পাশাপাশি
টক্সিন দূর করে।
টনসিল ও ইনফেকশন দেখি
প্রতিরোধ করে চলে,
ক্যান্সার সেল গঠন প্রতিরোধে
লেবু যে খেতে বলে।
ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস
হজমে কাজ করে,
অন্তনালি লিভার পরিস্কার
রক্ত পরিশোধন করে।
প্রতিদিনের খাদ্য তালিকায়
লেবু যে থাকা চাই,
সুস্বাস্থ্য সুখী সুন্দর জীবন
যার তুলনা নাই।



















