ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় গুরুত্ব দিতে হবে: মুজিব উল ফেরদৌস

0
138

এসএম জামাল : কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা আইসিটি) মোঃ মুজিব উল ফেরদৌস বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগীতার মধ্যে দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার জিকে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগীতায় বেশি বেশি করে অংশ গ্রহন করতে হবে। আর তাই শিক্ষার্থীদের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি থেকে দূরে থাকার আহবান জানান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম কাদেরী শাকিলের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনসহ অন্যান্য শিক্ষক বক্তব্য রাখেন।

LEAVE A REPLY