কুমারখালীর বি.কে.এম.এন মাধ্যমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে নিয়মিত পাঠদান 

0
78
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়া কুমারখালীর পান্টি ইউনিয়নের নিভৃত পল্লীর আশার আলো বিদ্যানিকেতন বি.কে.এম.এন মাধ্যমিক বিদ্যালয় গত ১৯ এপ্রিল সন্ধ্যায় কালবৈশাখীর ছবলে ৩টি গৃহ সহ চেয়ার-টেবিল সহ সমস্ত কিছু লণ্ডভণ্ড হওয়ায় নিঃশ্ব হয়ে নিয়তির নির্মম পরিহাস খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে শ্রেণি পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছেন বিদ্যালয়ের
 শিক্ষকবৃন্দ।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এক ঝাক তরুণ মেধাবী শিক্ষকবৃন্দ মানবতার সেবায় জ্ঞানের আলো ছড়িয়ে আসছেন। যদিও সরকার থেকে শিক্ষক-কর্মচারী কোন প্রকার বেতন-ভাতা পান না তারপরও শিক্ষাদানে কোন ঘাটতি নেই। ২১ এপ্রিল শনিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা জায় অসহায় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ খোলা আকাশের নিচে বসে আছে!
বিদ্যালয়টির স্বনামধন্য শিক্ষক এম এ মনিম তুহিন বলেন আজ ১৫ বছর বিনাবেতনে নিজের খেয়ে-পরে শিক্ষা সেবা দিয়ে আসছি কেও দেখারও শোনারও নেই! বিবেককে জাগ্রত রেখে মানবতার সেবায় শত শত ছাত্রছাত্রীরর ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে সততা ও নিষ্ঠার সাথে শিক্ষক হিসেবে দায়িত পালন করে আসছি।
কদিন পরেই অর্ধ বার্ষিক পরীক্ষা এমতাবস্থার উন্নতি, আসবাবপত্র ও গৃহ পুনঃ স্থাপন করা খুবই জরুরী। অতএব যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা যাচ্ছে যত দ্রুত সম্ভব বিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম চালানোর ব্যবস্থা করা।

LEAVE A REPLY