দৌলতপুরে ব্র্যাকের উদ্যেগে যক্ষা প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

0
25

খন্দকার জালাল উদ্দীন,দৌলতপুর(কুষ্টিয়া) থেকে : কুষ্টিয়ার দৌলতপুরে ব্র্যাকের কার্যালয়ে বুধবার দুপুরে যক্ষারোগ প্রতিরোধ বিষয়ে গ্রাম ডাক্তারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিতহয়। দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ,এন,এইচ,এফ,পি ও ডাক্তার অরবিন্দু পালের সভা পতিত্বে কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আর,এম, ও ডাঃ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি দৌলতপুর থানা শাখার সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম(শাহীন) দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা প্রকল্পের টি,এল,সি এ ফরিদা পারভীন,ব্র্যাকের ম্যানেজার মাসুদ রানা, ব্র্যাকের পিও আব্দুল রহিম। এ কর্মশালায় যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ের উপর আলোকপাত করা হয়।

LEAVE A REPLY