দৌলতপুর প্রতিনিধিঃ গত ২৭ জুলাই শুক্রবার দৌলতপুর রিপোর্টাস ক্লাবের অফিসকক্ষে সর্বসম্মতি ক্রমে স্মৃতি-২৫ নামের একটি মানবীক ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ২৫ মার্চ কাল রাতের স্মৃতির স্মরণে এই সংগঠনটির নাম “স্মৃতি-২৫” রাখা হয়েছে বলে জানান এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ বিন জোহানী তুহিন। তুহিন বলেন এই বছরের জানুয়ারি মাসের ২৭ তারিখে রক্তদান, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ ও মাদক নির্মূল করার জন্য ফেসবুকে একটা স্টাটাস পোস্ট করি এবং একটা সংগঠন করার জন্য সবার মতামত চাই। সেখানে ব্যপক সাড়া পাওয়ার পরে কাজ শুরু করি। সবার সম্মিতে গত শুক্রবার আমরা সংগঠনটির ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করি। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান উপদেষ্টা, সাংবাদিক মানজারুল ইসলাম (খোকন) সভাপতি, সাবেক ছাত্রলীগ সভাপতি মোমেনুর রহমান (মহন) সহ-সভাপতি, হযরত আলী মাষ্টার সহ-সভাপতি, সাংবাদিক ও ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন) সাধারণ সম্পাদক, সাংবাদিক রনি আহম্মেদ সমন্বয়, সাংবাদিক সোহানুর রহমান (শিপন) যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক এস.এম. সরোয়ার পারভেজ সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা মশিউর রহমানক (নয়ন) দপ্তর সম্পাদক, সাংবাদিক আছানুল হক প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডা. হেলাল উদ্দিন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার মাহাদী হাসান (তুষার) ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, ব্যবসায়ী ও সাংবাদিক সোনাই রহমান (সুজন) কোষাধ্যক্ষ, যুবনেতা শেখ নাহারুল ইসলাম (অালম) সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোছাঃ সাবনাজ আক্তারকে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া সদস্য হিসাবে আছেন আলাউদ্দিন আহম্মেদ, জামিরুল ইসলাম, মোঃ মাহাবুল আলম, সাজেদুর রহমান সজল, মেহেদি হাসান সরকার (সাগর), জুয়েল রহমান, সোহেল রানা, মোঃ মতিউর রহমান (মতি), মোছাঃ কনিকা ফেরদৌস।