দৌলতপুরে ডাকাতির স্বর্ণালংকার উদ্ধার ॥ আটক- ১

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে

0
104

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউপি‘র দৌলতখালী গ্রামের মৃত আয়েন উদ্দীনের ছেলে ওলিউল্লাহর বাড়ী থেকে ডাকাতি হয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় আনারুল (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশ।পুলিশ জানায়, গত ৫ নভেম্বর রাতে ওলিউল্লাহ এর বাড়ীতে ডাকাতি হয় এসময় তার বাড়ী থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাই ডাকাতরা । এ ব্যাপারে ওলিউল্লাহ বাদী হয়ে পরদিন থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম, ওসি তদন্ত আজগর হোসেন, এস আই সাইফুল ইসলাম,এ এস আই আসাদ,এ এস আই সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মথুরাপুর বাজার এলাকা থেকে দৌলতপুর উপজেলার মথুরাপুর কান্দীর পাড়া গ্রামের আঃ জব্বারের ছেলে আনারুল (৩৫) কে আটক করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম স্যারের নির্দেশনায় গত ২৫ নভেম্বর রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনারুলকে আটক হয়। তার দেওয়া তথ্য মতে আমরা কিছু স্বর্ণ উদ্ধার করেছি এবং আটককৃত আনারুল আদালতে ডাকাতির সাথে জড়িত আসামিদের নাম উল্লেখ করে ১৬৪ ধারা মতে স্বীকারুক্তি মূলক জবানবন্দী দিয়েছে। অপর দিকে এই ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকা প্রধান আসামী আন্তজেলা ডাকাত দলের সর্দার ঝোড়ু গত ১৮ নভেম্বর ভেড়ামারা উপজেলার হাওয়াখালী মাঠে দু‘দল ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত হয়। নিহত ঝোড়ু গত এক মাসে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫ টিরও অধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে জানাগেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অবশিষ্ট টাকা ও স্বর্নালংকার উদ্ধার ও বাঁকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY